
সোমবার ০৫ মে ২০২৫
বিভাস ভট্টাচার্য
লোকসভা নির্বাচনে এরাজ্যে কি আদৌ বিজেপি বিরোধী কোনও জোট হওয়ার সম্ভাবনা আছে? নাকি বিজেপির বিরুদ্ধে "একলা চলো" নীতি নেবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার তৃণমূলের একটি মঞ্চ থেকে দলনেত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
মমতা এদিন বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। জোট সারা ভারতে থাকবে। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি এবং সিপিএমকে ভোট নয়।
সদ্য হয়েছে দিল্লিতে দেশে বিজেপি বিরোধী জোট আইএনডিআইএ"র (ইন্ডিয়া) সভা। যেখানে বৈঠকে অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন মমতা। ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, নীতিশ কুমার, লালুপ্রসাদের মতো হেভিওয়েট নেতারাও। বৈঠকে আলোচনাও হয়েছিল দলবদ্ধভাবে দেশে বিজেপি বিরোধী প্রচার করার দিকটি। একইসঙ্গে ঠিক হয় রাজ্যে রাজ্যে আসন রফার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে। যদিও বছর শেষ হতে আর দিনকয়েক বাকি থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তত এরাজ্যে কোনও ঠিক হয়নি বলেই জানা গিয়েছে।
এর পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে সেটি হল ইন্ডিয়া জোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হলেও রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে মোটেই বিরত থাকছেন না। সেই হিসেবে বৃহস্পতিবারের বারবেলায় তৃণমূল সুপ্রিমোর এহেন বক্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্নটা খুঁচিয়ে তুলেছে আদৌ ইন্ডিয়া জোটের কোনও প্রতিফলন এরাজ্যে হবে কি না।
এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "একটা কথা যখন শুরুই হয়েছে তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা উচিত হয়নি। পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে নয়। ইন্ডিয়া জোট যদি করতেই হয় তবে দু"একটা রাজ্যকে বাদ দিয়ে জোট হবে সেটা ভাবাটা অনুচিত।"
রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল সমার্থক। একজন জিতলে আরেকজনের লাভ।" স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি তাই হয় তবে সিপিএম বা বামেরা কেন তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটের আলোচনায় অংশগ্রহণ করছে?
তন্ময় বলেন, "ইন্ডিয়া কোনও রাজনৈতিক জোট নয়। ওটা একটা মঞ্চ। যে মঞ্চে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আহ্বান জানানো হয়েছে। মমতা ব্যানার্জি নিজেকে বিজেপি বিরোধী প্রমাণ করার জন্য সেখানে গেছেন।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী